আমলনামা
وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ
আর তারা যা করেছে সবকিছুই আছে ‘আমলনামায় ’,
وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ
আর ছোট বড় সব কিছুই লিখিত আছে [১]।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ
তখন যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে বলবে, ‘লও, আমার ‘আমলনামা পড়ে দেখ [১] ;
إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ
‘আমি দৃঢ়বিশ্বাস করতাম যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে।’
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
অতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে।
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
তার হিসেব-নিকেশ সহজেই নেয়া হবে [১]
وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
এবং সে তার স্বজনদের কাছে [১] প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে;
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
আর যাকে তার ‘আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে0,
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
সে অবশ্যই তার ধ্বংস ডাকবে;
وَيَصْلَىٰ سَعِيرًا
এবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে;
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ
নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
হ্যাঁ, [১] নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী।