আল-ইনশিকাক
إِذَا السَّمَاءُ انْشَقَّتْ
যখন আকাশ বিদীর্ণ হবে [১] ,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
আর তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয় [১]।
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে [১]।
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
আর যমীন তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে [১]।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
এবং তার রবের আদেশ পালন করবে এটাই তার করণীয় [১]।
يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
হে মানুষ! তুমি তোমার রবের কাছে পৌছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাত লাভ করবে [১]।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
অতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে।
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
তার হিসেব-নিকেশ সহজেই নেয়া হবে [১]
وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
এবং সে তার স্বজনদের কাছে [১] প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে;
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
আর যাকে তার ‘আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে0,
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
সে অবশ্যই তার ধ্বংস ডাকবে;
وَيَصْلَىٰ سَعِيرًا
এবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে;
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ
নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
হ্যাঁ, [১] নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী।
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
অতঃপর আমি শপথ করছি [১] পশ্চিম আকাশের
وَاللَّيْلِ وَمَا وَسَقَ
আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
এবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়;
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ
অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে [১]।
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
অতঃপর তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হলে তখন তারা সিজ্দা করে না [১] ?
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
বরং কাফিররা মিথ্যারোপ করে।
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
আর তারা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত।
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ
কাজেই আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন;
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
কিন্তু যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।